মহিবুল ইসলাম জীবন এর কবিতা: আমি ও বাতাস


19030212_1898482833742584_1258850886611816814_n.jpg

আমি ও বাতাস

মোঃ মহিবুল ইসলাম জীবন

কি করি,কি করি কোথায় যাই?

কোথায়ও বাতাসের একটুও

ছিটেফোটাও নাই!

হঠাৎ গাছের দু-একটা পাতা

নরিয়া উঠিল,

ওমনি আমি বাতাসকে বলিলাম-

সে বাতাস তুমি কেন খেলছো,

ভাই মোদের সাথে লুকোচুরি|

হা.হা.হা বাতাস হাসিয়া কহিলো,

তোমরা দোষ নিজেরা করিয়া,

অন্যেরে দাও কেন চাপি?

অবাগ হইয়া জিগাসিলাম,

দোষ কি মোদের বল হে ভাই?

রাগ হইয়া বলিল বাতাস-

নির্বীচার কাঁটিয়াছো গাছ,

রোপণ কোরেছ কয়টি?

লজ্জিত হইয়া নিশ্চুপ আমি,

কি যেন ভাবছি,

বাতাস নিজে কহিলো শোন তবে,

গাছ লাগাও পরিবেশ বাঁচাও,

দেশ বাঁচাও,বাঁচাও বিশ্ববাসী|

Author: মোঃ মহিবুল ইসলাম জীবন

নাম:-মোঃমহিবুল ইসলাম উচ্চতা:-৫ ফুট ৬ ইঞ্চি ওজন:- ৫৮ কজি (+-) বুকের মাপ:-৩৪ ইঞ্চি রক্তের গ্রুপ:-রিপোর্ট এর অপেক্ষায় আছি ধর্ম:-ইসলাম স্থঃঠিকানা:-বাকেরগঞ্জ,বরিশাল ,বাংলাদেশ বঃঠিকানা:-ঐ জাতীয়তা:-বাংলাদেশী ভাষা:-বাংলা শি:যোগ্যতা:-এস.এস.সি , এইচ.এস.সি ,ডিগ্রী (চলমান) পেশা:-ছাত্র/পর্টাইম চাকরি অভিগতা:-হাজারও অভিজ্ঞঞতা আছে,যা গোপন থাকাই ভালো,তবে সে রকম কোন অভিগতা নেই রাজনীতি:-করি না গুণ:-নেই,তবে মানুষটা আমি সহজ-সরল দোষ:-এটা নাহয় গোপন থাক শখ:-প্রতিদিন নতুন-নতুন শখ তৈরি হয় তাই লিখলাম না স্বপ্ন:-দেখি না হতে চাই:-একজন আদর্শবান সন্তান অবসর:-চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেই,সারাদিন ঘুরে বেড়াই,আর কেরাম খেলি ও ফেসবুক চালাই। ফেসবুক প্রোফাইলঃ http://www.facebook.com/mohibul.islam.73932/about

5 thoughts on “মহিবুল ইসলাম জীবন এর কবিতা: আমি ও বাতাস”

    1. সবে শুরু করেছি,দোআ করবেন 🙂

      Like

Leave a reply to হাসেম হামজালা Cancel reply