ঈদ মোবারক তুমি


20170604_200ee420-picsay.png

চাঁদ উঠছে কারো কারো মনের মেঘ ছেদা কইরা আকাশে!

ঘরেতে কারো দুঃখের বীণা প্যাঁপু আওয়াজ কইরা বাজে!

ও ঈদ তুমি সকলের লইগা কেন আসোনা?

নিজের মত কইরা আসো আর নিজের খেয়ালে, একটা দিন কারো কারো গোটা পরিবারের অশ্রুজল ঘোলা কইরা যাও!

ও ঈদ তুমি আইসা তাঁরে দাগা দিয়া যাও-

তাঁর মুখে কেন হাসি নাই?

এ প্রশ্ন তোমারে করিনা।

তুমি ঈদ, শান্তির ঈদ নতুন জামায় মোড়া!

তুমি ঈদ কারো ঘরে পায়েস জর্দ্দা পোলাও আনো, কারো ঘরে হইয়া আসো কান্না!

তবুও তুমি আনন্দের ঈদ হইয়া মো সাহেবের লাহান বইসা আছো রাষ্ট্রযন্ত্রের কাঁন্ধে!

আমি নতুন জামা পইড়া তোমারে উদ্দাপন করি,

তুমি ঈদ আমার লাইগ্যা আনন্দের ঈদ।

Leave a comment