রিদমড: সজল আহমেদ


20180525_210241-picsay

রিদমড

-সজল আহমেদ

 

ঘুমের শহরে কেউ কথা বলেনা

কথা বলেনা সেথা গাড়ি চলে না

.

গাড়ি চলেনা সেথা, গাড়ি চলে রোডে

গাড়ির পেছনে সবাই দল বেঁধে ছোটে

.

দলবেঁধে ছোটে সবে দলে দলে যায়

হেঁটে গেলে সকলের ঝিম ধরে পায়

.

ঝিম ধরে পায় যদি কেউ হেঁটে যায়

হেঁটে হেঁটে সেঁজুতি বেঁটে হয়ে যায়

.

বেঁটে হয়ে যেই সে ফুল ছুঁতে যায়

হাত ছিড়ে রক্ত গড়ায় কাঁটারো গুতায়

.

কাঁটার গুতায় যেই রক্ত তাঁর ঝরে

বিষের জ্বালায় ফুপিয়ে সে মরে

.

ফুপিয়ে মরে সে অকথ্য ব্যথায়

অকথ্য ব্যথারা একদা শরীরে মিশে যায়

.

শরীরে মিশে যায় তার সাথে শিতল ও বাতাস

শিতল বাতাসে ওরা খেলে তিন তাস

.

তিন তাস খেলে যেই কেউ হেরে যায়

একে অপরের তখন কপাল ফাটায়

.

কপাল ফাটিয়ে মজিদ ঘর ছাড়া হয়

ঘর পালালেই কুফার কপাল খুলে যায়

.

কপাল যেই খুলে যায় কুফা বেকুব হয়ে যায়

বেশি টাকা নিয়ে বসে পরে আবার জুয়ায়

.

জুয়ার আড্ডায় কুফা আবার যেই বসে

খয়রাতি কুফা রূপে গৃহে ফিরে আসে

.

গৃহে ফিরে এসে খায় ভাত সেই মেলামাইন থালায়

কুকুরের পেটে কভূ নাহি ঘি হজম হয়

.

ঘি হজম নাহি হলে থানকুনি খায়

থানকুনি খেলে পেটের ব্যামো চলে যায়

.

ব্যামো চলে গেলে আবার কুখাদ্য খায়

আবাল মরে না সব পৃথিবীতে পরে রয়

.

পরে রয় পৃথিবীতে কতশত অবাস্তব কল্পনা

মাটির বুকে ছিড়ে ফুটুক সুশ্রী ফুল সকলের বাসনা

.

বাসনা সকল কভূ পূর্ণ নাহি হয়

বেকুবের বুদ্ধি হলে সব অকালে হারায়

.

অকালে হারিয়ে যায় অযত্নের দাঁত

প্রেমিকা জমা করে শুধু অবসাদ

.

শুধু অবসাদ যারা জমা করতে জানে

তাঁরা শেখাতে আসে ভালোবাসার মানে

.

ভালোবাসার মানে ঝামেলা বাড়ানো

পঁচা মিস্টির নিষ্ফল মাছি তাড়ানো

.

মাছি তাড়িয়ে শেষে চলে গেলে বেলা

শিশুরা ফিরে ঘরে ছেড়ে এসে খেলা

.

ছেড়ে এসে খেলা মাকসুদ ঘুমুতো যায়

পলি কে স্বপ্নে দেখে দ্রুত ভোর হয়

.

ভোর হলে মা এসে কান ধরে টানে

মরিচ ডলে ভাত খায় বসে স্ব আসনে

.

স্ব আসন যে ছিনিয়ে নিতে জানে

তাঁর বুঝতে বাকি নেই জীবনের মানে

.

জীবনের মানে অস্ত্র ছাড়া যুদ্ধ

হয়তবা মরো, নতুবা মারো পালসুদ্ধু

.

পালসুদ্ধু যদি যুদ্ধে মারতে নাহি পারো

শত্রুর গুলিতে তবে আগেভাগে মরো।

(সংক্ষিপ্ত)

Leave a comment