মহিবুল ইসলাম জীবনের কবিতাঃযদি পাশে থাকতে


যদি পাশে থাকতে

-মহিবুল ইসলাম জীবন

18489621_1886876438236557_1661842487123068420_o

শীতের চাদরে জড়িয়ে

কুয়াশার মাঝে দাঁড়িয়ে,

শিশির ভেজা স্বর্ণালতায়,

হাত বুলাতে বুলাতে ভাবি-

আজ তুমি যদি পাশে থাকতে!

বিকেলের গোধূলী আকাশের নিচে,

ঘাসের চাদরে মোরান

আলতো শিশিরে ভেজা পথে,

একা-একা হাঁটি আর ভাবি-

আজ তুমি যদি পাশে থাকতে!

চাঁদনী রাত,মেঘ শূন্য আকাশ|

জ্যোৎস্নার আলোও হেরে গেছে,

কুয়াশার কাছে|

আমি তখনও খুজি তোমায়-

আকাশের তারার মাঝে|

আজ তুমি যদি পাশে থাকতে!

আচ্ছা?

আমাকে কথা মনে পর তোমার?

তাহলে চেষ্ট কর দেখোইনা!

“শীতের চাদর জড়িয়ে,কুয়াশার মাঝে দাঁড়াও|

শিশিরের শীতল স্পর্শে যদি শিহরীত হয় মন,

তবে বুঝে নিও আমি আছি,

তোমারি অপেক্ষায়,তোমারি পাশে

সারাক্ষণ,সবসময়,”

Author: মোঃ মহিবুল ইসলাম জীবন

নাম:-মোঃমহিবুল ইসলাম উচ্চতা:-৫ ফুট ৬ ইঞ্চি ওজন:- ৫৮ কজি (+-) বুকের মাপ:-৩৪ ইঞ্চি রক্তের গ্রুপ:-রিপোর্ট এর অপেক্ষায় আছি ধর্ম:-ইসলাম স্থঃঠিকানা:-বাকেরগঞ্জ,বরিশাল ,বাংলাদেশ বঃঠিকানা:-ঐ জাতীয়তা:-বাংলাদেশী ভাষা:-বাংলা শি:যোগ্যতা:-এস.এস.সি , এইচ.এস.সি ,ডিগ্রী (চলমান) পেশা:-ছাত্র/পর্টাইম চাকরি অভিগতা:-হাজারও অভিজ্ঞঞতা আছে,যা গোপন থাকাই ভালো,তবে সে রকম কোন অভিগতা নেই রাজনীতি:-করি না গুণ:-নেই,তবে মানুষটা আমি সহজ-সরল দোষ:-এটা নাহয় গোপন থাক শখ:-প্রতিদিন নতুন-নতুন শখ তৈরি হয় তাই লিখলাম না স্বপ্ন:-দেখি না হতে চাই:-একজন আদর্শবান সন্তান অবসর:-চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেই,সারাদিন ঘুরে বেড়াই,আর কেরাম খেলি ও ফেসবুক চালাই। ফেসবুক প্রোফাইলঃ http://www.facebook.com/mohibul.islam.73932/about

One thought on “মহিবুল ইসলাম জীবনের কবিতাঃযদি পাশে থাকতে”

Leave a comment